ডাউনলোড
নীলফামারী জেলার সৈয়দপুর ক্যান্টনমেন্টের পার্শবর্তী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধুরামপুর গ্রামের দোলাপাড়া নামক স্থানে ১৯৭১ সালে ১৪ এপ্রিল ঐ এলাকার ১১ জন ব্যক্তিকে এক সাথে লাইন করে দাড় করিয়ে গুলি করেন পাক হানাদার বাহিনী। এতে ভাগ্যক্রমে দুই জন ব্যক্তি বেচে যান এবং ৯ জন শহীদ হন। এর মধ্যে ডাঃ মোঃ শাহাজান আলী বাদশা পঙ্গু হয়ে এখনও বেচে আছেন। কিন্তু বধ্যভূমির কোন চিহ্ন ছিল না। ঐ এলাকার সমাজ সেবক ও সাংবাদিকদের সহায়তায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় বধ্যভূমির একাধিক সংবাদ প্রকাশ করায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে এবং ২০১৫ সালের ৯ ডিসেম্বর স্থানীয় গণ্যমান্য, সমাজসেবক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, আলমপুর ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রশাসনসহ বধ্যভূমির স্থান চিহ্নিত করিয়া মোমবাতি প্রজ্জলন করে এর শুভ উদ্বোধন করেন।